কলকাতা: সকাল ৬টা থেকে বেলা ১১ পর্যন্ত শুধু খোলা রাখা যাবে বাজার, দোকানপাট।  রাস্তায় লোক চলাচল বা যানবাহনও নিয়ন্ত্রিত হবে। বুধবার, ২২ জুলাই থেকে বরানগর পুরসভা এলাকায় চালু হচ্ছে  এই বিধিনিষেধ। আজ, সোমবারই বরানগর পুরসভার তরফে জারি করা হয়েছে নির্দেশিকা।


করোনা সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ করতে চলেছে বরানগর পুরসভা। সোমবার পুর আধিকারিকদের সঙ্গে পুলিশ কর্তাদের বৈঠকের পর বরানগর পুরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ২২ জুলাই, বুধবার থেকে বেলা ১১টা বেজে গেলেই বরানগর পুরসভা এলাকায় বাজার, দোকানপাট খোলা রাখা যাবে না। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চলবে।

বেলা ১১টার পর থেকে রাস্তায় লোক চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। কেউ বাইরে বেরিয়ে উপযুক্ত কারণ দেখাতে না পারলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিটি রোড, পিডব্লিউডি রোড, জিএলটি রোড ছাড়া বাকি সব রাস্তায় যান চলাচল বন্ধ। আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ চলবে বলে বরানগর পুরসভা সূত্রে জানানো হয়েছে। তবে কতদিন চলবে, তা জানানো হয়নি। বরানগর পুরসভা সূত্রে জানানো হয়েছে, ২২ জুলাই থেকে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাজার, দোকান খোলা রাখা যাবে। বেলা ১১টার পর খোলা থাকবে শুধু ওষুধের দোকান, হাসপাতাল, নার্সিংহোম, দুধ ও গ্য়াস সরবরাহ সংস্থা।

বরানগর পুরসভার প্রশাসক অপর্ণা মৌলিক বলেছেন, ‘সোমবারই বরানগর থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বসানো শুরু হয়েছে গার্ডরেল।’