কলকাতা: সকাল থেকে গুমোট গরমের পর বিকেলে স্বস্তির বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে শহরের একাধিক জায়গা। সোমবার সাকাল থেকেই মাথার ওপর আগুন ঝরিয়েছে সূর্য। ভ্যাপসা গরমে ঘলদঘর্ম হয়েছে মানুষ। দুপুরের পর থেকেই বদলাতে শুরু করে ছবিটা। আকাশে জমতে শুরু করে মেঘ। বিকেল চারটে নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা-সহ আশপাশের এলাকায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেলে বৃষ্টি হয়েছে ৫১ মিলিমিটার। সেই বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে বাইপাস, পার্ক সার্কাস, ঢাকুরিয়া এলাকা। জল জমে যায় ল্যান্স ডাউন, শরৎ বোস রোডে। জমা জলের জেলে নাকাল হতে হয় সৈয়দ আমির আলি অ্যাভিনিউ এলাকার মানুষকেও। গাছ পড়ে বন্ধ হয়ে যায় শরৎ বোস রোড। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় রোয়ানুর জেরে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরেই এই বৃষ্টিপাত। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির ফলে গুমোটভাবে কাটলেও তা সাময়িক। অস্বস্তি থাকবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে।