কলকাতা: শহরে ফের বেপরোয়া যান। একই রুটের ২টি বাসের রেষারেষি। অল্পের জন্য রক্ষা, তিন অভিভাবক ও তিন পড়ুয়ার। বাস থেকে নামিয়ে কনড্যাক্টরকে মারধর। পরে আটক।

শুক্রবার সকালে কাঁকুড়গাছি থেকে কেবি ১৭ নম্বর রুটের বাসে ওঠেন তিন অভিভাবক ও তিন পড়ুয়া। অভিভাবকদের অভিযোগ, শুরু থেকেই পিছনে আসা একই রুটের অন্য বাসের সঙ্গে রেষারেষি করছিল বাসটি।

বিধাননগরে হরিয়ানা বিদ্যামন্দিরের সামনে বাস থেকে নামার সময় পিছনের বাসটি সামনের বাসের বাঁদিক দিয়ে ওভারটেক করতে যায়। ফলে বাস থেকে নামার পরই দু’টি বাসের মাঝে পড়ে যান ওই অভিভাবক ও পড়ুয়ারা। অল্পের জন্য রক্ষা পান সবাই। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন এক গ্রীন পুলিশ। পিছনের বাসের কন্ডক্টারকে বাস থেকে নামিয়ে শুরু হয় শাসন। গণ্ডগোলের মাঝে পালিয়ে যায় দুটি বাসই। বাস ২টি ও চালকদের খোঁজে চলছে তল্লাশি।

সপ্তাহ দুয়েক আগে হরিয়ানা স্কুলের সামনেই পুলকার দুর্ঘটনা ঘটে। তারপর আবার এদিনের ঘটনা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।