সল্টলেক: সল্টলেকের অভিজাত বিডি ব্লকের বাড়িতে গলার নলি কাটা অবস্থায় মিলল এক প্রাক্তন ইঞ্জিনিয়ারের দেহ। মৃতের নাম অভিজিৎ নাগ চৌধুরী। তাঁর যৌনাঙ্গ সহ দেহের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
বিডি ব্লকের বাড়ির সিঁড়ির ওপর পড়ে ছিল ৫৬ বছরের প্রাক্তন ইঞ্জিনিয়ার অভিজিৎবাবুর দেহ। বাড়িতে একাই থাকতেন তিনি। স্ত্রী, ছেলে ও এক মেয়ে থাকেন শ্যামপুকুরে। আর এক মেয়ে বিবাহিত, থাকেন নিউ টাউনে।
পুলিশ জানিয়েছে, গতকাল সকাল থেকে বাবাকে ফোনে না পেয়ে সল্টলেকের বাড়িতে আসেন তাঁর এক মেয়ে। তিনিই প্রথম বিধাননগর উত্তর থানায় খবর দেন। পুলিশ এসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজার লক খুলে ভিতরে ঢুকে দেখে, সিঁড়িতে পড়ে রয়েছে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ। তাঁর গলার নলি কাটা ছিল, দু’হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত। এমনকী যৌনাঙ্গেও ধারালো অস্ত্রের কোপ ছিল, আঘাত ছিল পা ও পেটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ভাঙা বোতল, ব্লেড ও ছুরি।
জানা গিয়েছে, দোতলা বাড়ির একতলাটি একটি নির্মাণ সংস্থাকে বিক্রি করে দিয়েছিলেন অভিজিৎ নাগ চৌধুরী। দোতলার সামনের অংশেও থাকেন ভাড়াটেরা। পিছনের দিকে থাকতেন প্রাক্তন এই ইঞ্জিনিয়ার।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। কেন তিনি একা থাকতেন, কোনও শত্রু ছিল কি না, এ সব জানার চেষ্টা চলছে। পরিচারিকার ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁদের অনুমান, কখনও কখনও রাতেও পরিচারিকা অভিজিৎবাবুর বাড়িতে থাকতেন।
খুনের কারণ স্পষ্ট না হলেও, যেভাবে ওই ব্যক্তিকে কোপানো হয়েছে, তা দেখে পুলিশ একটা বিষয়ে নিশ্চিত যে, হত্যার কারণ প্রতিশোধস্পৃহা বা আক্রোশ।
সল্টলেকে নৃশংসভাবে খুন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2017 07:53 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -