কলকাতা: বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কটাক্ষ-সমালোচনায় বিদ্ধ হলেন রেডিও জকি মীর আফসার আলি। ফেসবুকের মাধ্যমে এর পাল্টা জবাব দিয়েছেন মীর। তাঁর সেই বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। মীরকে খোঁচা দিয়ে অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, মুসলিম হয়ে কেন তিনি বড়দিন পালন বা এই দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। এই ধরনের মন্তব্য দেখে হতবাক হয়ে যান মির।

মির বলেছেন, ‘লোকজনের প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কেউ কেউ তো রীতিমতো ধমকের সুরে উপদেশ দিয়েছে, মুসলিম হয়ে তোমার বড়দিন পালন করা উচিত নয়’।

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ মীর ফেসবুকের মাধ্যমেই জানিয়েছেন, তিনি বড়দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিবারের একটি ছবি পোস্ট করেছিলেন। কিন্তু এরপর কয়েকজন ‘নির্বোধ’ তাঁকে উপদেশ দিতে শুরু করেন যে, মুসলিম হয়ে ক্রীস্টানদের উত্সবে সামিল হওয়াটা তাঁর উচিত হচ্ছে না।

এ ধরনের মন্তব্য আদৌ ভালোভাবে নেননি মীর।কয়েকটি বিদ্বেষমূলক মন্তব্যের স্ক্রিনশট যোগ করে তা ফেসবুকে পোস্ট করার সিদ্ধান্ত নেন বাংলা সিনেমার অভিনেতা। এ ধরনের মন্তব্যকে ‘উদ্বেগজনক প্রবণতা’ বলেও উল্লেখ করেছেন মীর।

মীর বলেছেন, ‘আমি রেগে যাইনি..আমি প্রত্যাঘাতও করছি না।আসলে চারদিকে যা ঘটছে তাতে আমি খুবই অবাক হয়ে গিয়েছি। খুব দুঃখের সঙ্গে বুঝতে পেরেছি, আমরা এখন কোথায় দাঁড়িয়ে’।

মীর এ প্রসঙ্গে বলেছেন, এখন যা অবস্থা, তাতে তিনি যদি হিন্দু বা খ্রীস্টান সংগঠনকে কিছু দান করেন, তাহলে কিছু মুসলিম তার সমলোচনা করবে। আর তিনি যদি মুসলিম সংগঠনকে কিছু দান করতে চান, তাহলে অন্য ধর্মের উন্মাদরা আপত্তি করতে শুরু করবে।

মীর আরও বলেছেন, হতে পারে প্রতিবেশী দেশের লোকজনও তাঁর পোস্টে মন্তব্য করে থাকতে পারে। কিন্তু এটা বলতে বাধা নেই যে, ধর্মোন্মাদদের কোনও সীমান্ত নেই। সারা বিশ্বেই প্রবণতা উদ্বেগজনক।

পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘এই মেরি ক্রিসমাস যেরকম আমার, তেমনি তোমারও। কিন্তু আফসোস, তুমি বুঝতে পারনি’।