কলকাতা: দুরপাল্লার ট্রেনগুলির গতি বাড়াতে উদ্যোগ রেলের। মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজেন গোহেন জানান, তাঁদের আশা, ২০২২ সাল নাগাদ ট্রেনগুলির গতি বর্তমানের তুলনায় ঘণ্টায় ২৫ কিলোমিটার বাড়ানো। এর ফলে, সফরের সময় অনেকটাই কমে যাবে। পাশাপাশি, পণ্যবাহী ট্রেনের গতিও দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


সোমবার, সাঁতরাগাছি-চেন্নাই সেন্ট্রাল সাপ্তাহিক অন্ত্যোদয় এক্সপ্রেসের চালু করতে এসেছিলেন রাজেন। সেখানেই তিনি বলেন, দেশের সবকটি রেল জোনের জেনারেল ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে—দূরপাল্লার ট্রেনের গতি প্রতি বছর ঘণ্টায় পাঁচ কিলোমিটার করে বাড়াতে। যাতে ২০২২ সালে এই বৃদ্ধি ঘণ্টায় ২৫ কিলোমিটার হয়।


দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এস এন অগ্রবাল জানান, বড় প্রান্তিক স্টেশনের অতিরিক্ত ভিড়ের ফলেই বহুক্ষেত্রে ট্রেন পরিষেবা বিঘ্নিত বা বিলম্বিত হয়। গোহেনের মতে, হাওড়ার মতো বড় প্রান্তিক স্টেশনের ভার কমাতে আশেপাশের কয়েকটি ‘স্যাটেলাইট’ স্টেশনের পরিকাঠামো বৃদ্ধি করা হচ্ছে। যাতে, একাধিক দূরপাল্লার ট্রেন সেখান থেকে শুরু বা শেষ হয়। হাওড়ার ক্ষেত্রে ঠিক যেমনভাবে উন্নত করা হচ্ছে সাঁতরাগাঁছি ও শালিমার স্টেশনকে।