রাজারহাটে লরির চাকায় পিষ্ট হয়ে মা ও শিশুর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jul 2016 09:27 AM (IST)
রাজারহাট: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও শিশু। আজ বেলা ১২টা নাগাদ, রাজারহাটের মাঝেরআইটে রিকশয় চেপে, ছেলে সোহান আলিকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন সাবেরা বিবি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্যাক করার সময় ওই রিকশটিকে ধাক্ক মারে লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও শিশুর। ঘটনার পর লরিটিকে আটক করেছে পুলিশ। পলাতক লরি চালক।