কলকাতা:  খাস কলকাতায় ভরদুপুরে সোনার দোকানে ডাকাতি। যোধপুর পার্কের দোকানে চড়াও মুখোশধারী দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট। তদন্তে লেক থানার পুলিশ। গায়ে রেনকোট...মুখোশে ঢাকা মুখ! হুড়মুড়িয়ে অস্ত্র নিয়ে দোকানে ঢুকে, নিরাপত্তারক্ষীকে মারধর করে লুঠ! বৃহস্পতিবার ভরদুপুরে ভয়াবহ ডাকাতির সাক্ষী যোধপুর পার্কের, গড়িয়াহাট রোড সাউথের এক সোনার গয়নার দোকান। অভিযোগ, আজ দুপুরে, হঠাৎই দোকানে ঢুকে পড়ে গায়ে রেনকোট ও মুখোশ পরা ৪-৫ জন সশস্ত্র দুষ্কৃতী। প্রথমে নিরাপত্তারক্ষীকে মারধর করে তারা। তারপর দোকানের কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলে লুঠপাট। অভিযোগ, প্রায় ১০ মিনিট ধরে লুঠ চালিয়ে, লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু কারা ঘটাল এই কাণ্ড? দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরা খারাপ থাকায়...আশপাশের দোকান ও রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এর আগে চলতি বছরের ২ এপ্রিল..ভরসন্ধেয় সোনারপুরের জনবহুল এলাকায় একই কায়দায় সোনার দোকানে ডাকাতি হয়। দোকান মালিককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।  এবার ভরদুপুরে খাস কলকাতায় সোনার দোকানে ডাকাতি। তদন্তে নেমেছে লেক থানার পুলিশ।