ডানলপে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি, লুঠ ৭৫ কোটি টাকার সোনা
ABP Ananda, web desk
Updated at:
30 Dec 2016 12:12 PM (IST)
কলকাতা:ডানলপে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি। লুঠ ৭৫ কোটি টাকা মূল্যের সোনা। ঘটনার তদন্তে সিআইডি। সংস্থার দুই কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সকাল সাড়ে ১০টা নাগাদ বাইকে চড়ে এসে চার দুষ্কৃতী ওই স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ঢুকে বন্দুক দেখিয়ে লুঠপাট চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিন দুষ্কৃতীর মাথায় হেলমেট ও একজনের মুখ রুমালে ঢাকা ছিল। বাইকে ছিল না নম্বর প্লেট।সংস্থার নিরাপত্তারক্ষী হেলমেট খুলতে বললে, তাঁকে রিভলবারের বাঁট দিয়ে মারে এক দুষ্কৃতী। দুষ্কৃতীদের মধ্যে তিনজন হিন্দি ও একজন বাংলায় কথা বলছিল। দুটি ব্যাগ ভর্তি করে প্রায় ৩০ কিলোগ্রাম সোনা নিয়ে পালায় তারা। পালানোর সময় রেখে যায় মোবাইলগুলি। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -