সল্টলেকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি
ABP Ananda, web desk | 09 Jul 2016 06:49 AM (IST)
কলকাতা: সল্টলেকে ফের দুঃসাহসিক ডাকাতি। বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে সর্বস্ব লুঠ। গতকাল রাত পৌনে ৮টা নাগাদ বিধাননগর উত্তর থানার সিই ১৬০ ব্লকের একটি বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, গতকাল পরিবারের এক মহিলা সদস্য বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তাঁর ওপর চড়াও হয় ৭-৮ জন সশস্ত্র দুষ্কৃতী। তাঁকে দিয়ে জোর করে দরজা খুলিয়ে বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ৪ মহিলা সদস্যকে বেঁধে চলে লুঠপাট। খোয়া যায় গয়না, নগদ টাকা-সহ লক্ষাধিক টাকার সামগ্রী। ঘটনায় ইতিমধ্যেই ৮ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। তবে লুঠের সামগ্রীর হদিশ মেলেনি।