শিশুপাচারকাণ্ডে রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাশ বিজয়বর্গীয়কে নোটিস সিআইডি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2017 02:44 PM (IST)
কলকাতা: শিশুপাচারকাণ্ডে রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাশ বিজয়বর্গীয়কে নোটিস সিআইডি-র। সূত্রের খবর, চলতি মাসের ২৭ ও ২৯ তারিখ ভবানী ভবনে তলব করা হয়েছে দুই নেতা-নেত্রীকে। এছাড়াও, বিজেপির আরও দুই নেতাকে তলব করা হতে পারে।