ভূবনেশ্বর: বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যে কতটা নিবিড়, সে বিষয়ে বেশ কিছু প্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের। সিবিআই সূত্রে এমনটাই দাবি। এই প্রেক্ষিতেই রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদের বিরুদ্ধে সুপারিশ-অস্ত্রে শান দিচ্ছেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রে দাবি, নিজের সাংসদ প্যাডে রোজভ্যালি কর্ণধারের ছেলেকে শুধু সেন্ট জেভিয়ার্সে ভর্তির সুপারিশ করেই থেমে থাকেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। গৌতম কুণ্ডুকে সঙ্গে নিয়ে সেন্ট জেভিয়ার্সে গিয়েছিলেন তৃণমূল সাংসদ এবং বৈঠক করেছিলেন সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষের সঙ্গে।
সেই সূত্রেই কলকাতা থেকে ভুবনেশ্বরে গিয়ে এসপি পদমর্যাদার এক সিবিআই অফিসার দফায় দফায় জেরা করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সিবিআই সূত্রে খবর, এর পাশাপাশি, শনিবার সিজিও কমপ্লেক্সে ডেকে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষের ৪ জনকে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রে দাবি, গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে লেখা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠিও তদন্তকারীদের হাতে এসেছে। যেখানে সেন্ট জেভিয়ার্সে রোজভ্যালি কর্ণধারের ছেলেকে ভর্তির সুপারিশের কথা লেখা রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে আরও দাবি,সেন্ট জেভিয়ার্সে ছেলের ভর্তির পর ৭১ লক্ষ টাকা অনুদান দেন রোজভ্যালি কর্ণধার। তদন্তকারীদের দাবি, এ থেকেই বোঝা যাচ্ছে গৌতম কুণ্ডুর সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।