কলকাতা: ভাগাড়ের মাংস কেলেঙ্কারিতে রোডম্যাপ তৈরি করে তদন্তে নামল পুলিশ। ধৃতদের জেরা করে কোথায় কোন বাজারে ভাগাড়ের মাংস সরবরাহ করা হত, তা জানার চেষ্টা চলছে।

এছাড়া কোন কোন ডিপার্টমেন্টাল স্টোরে এই মাংস সরবরাহ করত কারবারিরা, খোঁজ চলছে তারও। খতিয়ে দেখা হচ্ছে, বাজার ও ডিপার্টমেন্টাল স্টোরে যে ভাগাড়ের মাংস সরবরাহ করা হচ্ছে, তা কারও জানা ছিল কিনা। এই চক্রে আর কারা জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল কলকাতা সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় রাতভর তল্লাশি চালায় ডায়মন্ডহারবার জেলা পুলিশের তদন্তকারী দল। তদন্তে জানা গিয়েছে, পচা ওই মাংস পৌঁছে যেত বাংলাদেশ, নেপালের বাজারেও।