কলকাতা: রাজ্যে রাজ্যসভার ৫ আসনে নির্বাচনের ফলঘোষণা হল। প্রত্যাশামতোই ৪টি আসনে জয়ী তৃণমূলের প্রার্থী। সর্বোচ্চ ৫৪টি ভোট পেলেন তৃণমূলের শুভাশিস চক্রবর্তী। নাদিমূল হক ও আবির বিশ্বাস ৫২টি ভোট পেলেন। তৃণমূল প্রার্থী শান্তনু সেন ৫১টি ভোট পেলেন। পঞ্চম আসনে জয়ী কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভি। তৃণমূলের সমর্থনে জয়ী হলেন সিঙ্ঘভি। ৪৭টি ভোট পেলেন তিনি। বাম প্রার্থী রবীন দেবের ঝুলিতে ৩০টি ভোট।
প্রসঙ্গত, এদিনের নির্বাচন শুধুমাত্র ছিল পঞ্চম আসনের জন্যই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই রাজ্যসভার আসন নিশ্চিত করেন তৃণমূলের চার প্রার্থী। তৃণমূলের হাতে ছিল অতিরিক্ত ১৭টি ভোট। পঞ্চম আসনে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করায় অঙ্কের হিসাবে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হয়ে যায়। ভোটগ্রহণ কার্যত নিয়মরক্ষা হয়ে দাঁড়ায়। হিসেব মতো ৫ আসনে প্রার্থীপিছু ৪৯টি করে ভোট দরকার জয়ের জন্য। কংগ্রেসের বর্তমানে ৩২ জন বিধায়ক রয়েছে। বামেদের রয়েছে বিধায়ক সংখ্যা ৩০। এদিন ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করেন কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভি।
চার আসনে জয়ী তৃণমূলের প্রার্থী, শাসক দলের সমর্থনে পঞ্চম আসনে জিতলেন কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভি
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2018 07:37 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -