কলকাতা: কেষ্টপুরে মোটরবাইকে বেপরোয়া বাসের ধাক্কা। বাইকের ট্যাঙ্কার ফেটে চলন্ত বাসে আগুন। বাসের যাত্রীরা প্রাণে বাঁচলেও মৃত্যু হয়েছে বাইক চালকের। শুক্রবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনা'টি ঘটে কেষ্টপুর ও দমদম পার্কের মাঝে।


স্থানীয় সূত্রে দাবি, এয়ারপোর্টের দিক থেকে উল্টোডাঙা যাচ্ছিল বেসরকারি বাসটি। কেষ্টপুর ও দমদম পার্কের মাঝে একটি মোটরবাইকের পিছনে বাসটি ধাক্কা মারে। বাসের নীচে চলে যায় চালক সহ বাইক। সেই অবস্থায় বাইকটিকে বেশ কিছুটা হেঁচড়ে নিয়ে যায় বাসটি।


বাইকের তেলের ট্যাঙ্কার ফেটে আগুন ধরে যায় বাসে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। দ্রুত বাস থেকে নেমে আসেন সবাই। বাসের নীচ থেকে গুরুতর আহত বাইক চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।


ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। যদিও স্থানীয়দের অভিযোগ, দমকলের আসতে অনেকক্ষণ দেরি হয়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরই পালিয়ে যান বাসের চালক। আগুনে বাইক ও বাস, দু’টিই পুড়ে ছাই হয়ে যায়।


দুর্ঘটনার জেরে ওয়ারপোর্ট থেকে উল্টোডাঙা যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ যানজট হয়।