শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেে শ্রীদেবীর। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্বামী বনি কপূর ও ছোট মেয়ে খুশি। শ্রীদেবীর মৃত্যুতে শোকাহত বলিউড, টলিউড সহ সারা দেশ। শ্রীদেবীর অকালমৃত্যুতে শোকাহত, ট্যুইট মমতার
Web Desk, ABP Ananda | 25 Feb 2018 12:50 PM (IST)
কলকাতা: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে শোকাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। ট্যুইটারে মমতা লিখেছেন, ‘শ্রীদেবীর অকালমৃত্যুতে শোকাহত। তিনি একটি প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তাঁর পরিবারের লোকজন, চলচ্চিত্র জগতের সহকর্মী এবং অনুরাগীদের সমবেদনা জানাই।’