সল্টলেকে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, এ জে ব্লকের একই বাড়িতে পরপর তিনবার ডাকাতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Nov 2017 02:53 PM (IST)
সল্টলেক: সল্টলেকের এজে ব্লকে দুঃসাহসিক ডাকাতি। কেয়ারটেকারের হাত-পা ও মুখ বেঁধে তাঁর ঘর থেকে মোবাইল ফোন এবং নগদ টাকা লুঠের অভিযোগ। সূত্রের খবর, গতকাল রাতে ৪-৫ জন দুষ্কৃতীদের একটি দল ওই বাড়িতে আসে। ধারাল অস্ত্র দেখিয়ে কেয়ারটেকারের হাত-পা ও মুখ বেধে তাঁর ঘরে ডাকাতি করা হয় বলে অভিযোগ। এই নিয়ে ওই বাড়িতে পরপর ৩ বার ডাকাতি হল বলে অভিযোগ।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -