সল্টলেকে দুঃসাহসিক ডাকাতির কিনারা, গ্রেফতার প্রতিবেশীর পরিচারক সহ ৬
Web Desk, ABP Ananda | 13 Jul 2016 05:18 AM (IST)
কলকাতা: ৫ দিনের মাথায় সল্টলেকে দুঃসাহসিক ডাকাতির কিনারা। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি-বাগুইআটি সংলগ্ন জগত্পুর থেকে গ্রেফতার ৬। আরও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। সল্টলেকের সিই ব্লকে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির মাস্টারমাইন্ড পাশের বাড়ির রাধুঁনি। দাবি পুলিশের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সন্ধেয় নির্দিষ্ট সময়ে বেরিয়ে যান ওই ব্যবসায়ী। তদন্তকারীদের সন্দেহ হয়, পরিচিত কেউই সেই খবর দুষ্কৃতীদের দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর পাশের বাড়ির রাঁধুনি কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে যোগাযোগ করে। পুলিশ জানিয়েছে, এরা কেউই পেশাদার ডাকাত নয়। বিভিন্ন জায়গায় কাজ করে। সুযোগ বুঝে পরিকল্পনামতো ব্যবসায়ী বেরিয়ে যাওয়ার পরেই বাড়িতে ঢুকে কাজ হাসিল করে। ৮ জুলাই ভর সন্ধেয় সল্টলেকের সিই ব্লকে ব্যবসায়ী অমরনাথ চক্রবর্তীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়। পরিবারের মহিলা সদস্যদের বেঁধে রেখে লুঠতরাজ চালায় ৬-৭ জনের ডাকাতদল। ব্যবসায়ীর অনুপস্থিতির সুযোগে তাঁর স্ত্রী, দুই মেয়ে, পরিচারিকাকে ছুরি ও বন্দুক দেখিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার জিনিস লুঠ করে দুষ্কৃতীরা। ঘটনার পাঁচদিনের মাথায় মূল ষড়যন্ত্রী-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।