কলকাতা: সল্টলেকে ডাকাতির ঘটনায় জড়িত দুষ্কৃতী দলটিকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর। সল্টলেকের সিই ব্লক ও তার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। দেখা গিয়েছে, রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ কয়েকজন যুবক সিই ব্লক থেকে বেরিয়ে যাচ্ছে। সেই সূত্র ধরেই দলটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি কাগজ ও প্লাস্টিকের প্যাকেট উদ্ধার হয়েছে। তাতে খেলনা পিস্তলের কথা লেখা। এর থেকে অনুমান, দুষ্কৃতীরা পেশাদার নয়, অপরাধ জগতে নতুন। তবে পরিচিত কেউ যে এই ডাকাতির ঘটনায় যুক্ত, সে ব্যাপারে একরকম নিশ্চিত তদন্তকারীরা। দুষ্কৃতীদের খোঁজে বিধাননগর ও সংলগ্ন এলাকায় গতকাল রাতভর তল্লাশি চালায় পুলিশ।