বিমার নামে বৃদ্ধর ২৯ লক্ষ টাকা হাতিয়ে ২ মহিলা সহ গ্রেফতার ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2016 09:34 AM (IST)
সল্টলেক: বিমা করিয়ে দেওয়ার নাম করে অবসরপ্রাপ্ত বৃদ্ধকে কয়েকলক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ২ মহিলা-সহ গ্রেফতার তিন অভিযুক্ত। বিমা করিয়ে দেওয়ার নাম করে সল্টলেক সেক্টর ফাইভের এক সংস্থা সম্প্রতি কেষ্টপুর প্রফুল্ল কাননের বাসিন্দা মানস চক্রবর্তী নামে এক অবসরপ্রাপ্ত বৃদ্ধের ২৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। গতকাল সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই সন্তোষ শর্মা, দীপিকা নস্কর ও সোমা ঘোষ নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -