কলকাতা: জীবনের কঠিন সময়ে তাঁর পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন সেই কথা স্বীকার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
সঞ্জয় দত্ত বলেন, আমি এখানে এসেছিলাম ওনাকে ধন্যবাদ জানাতে। যখন আমি জেলে ছিলাম, তখন মমতা দিদি এবং শত্রুঘ্ন সিংহই আমার পাশে দাঁড়িয়েছিলেন।

এদিন নবান্নে গিয়ে মমতার সঙ্গে দেখা করেন সঞ্জয়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। মমতার আশীর্বাদও চান তিনি। বৈঠকের পর বেরিয়ে এসে সঞ্জয় বলেন, উনি (মমতা) আমার বাবার ভাল বন্ধু ছিলেন।
২০১৩ সালের মার্চ মাসে সঞ্জয়ের সমর্থনে বলতে গিয়ে মমতা বলেছিলেন, ছেলেটা ইতিমধ্যেই অনেক ঝড়ের সম্মুখীন হয়েছে।
চলতি বছরের শেষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হতে অভিনেতাকে আমন্ত্রণ জানান মমতা। সেই প্রসঙ্গে সঞ্জয় বলেন, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন।

সঞ্জয় জানান, এর আগে 'পরিনীতা' ছবির শ্যুটিংয়ের সময় শহরে এসেছিলেন। তারপর এই এলেন। এর মধ্যে তিলোত্তমার অনেক পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।
সঞ্জয় জানিয়ে রাখেন, মমতা সরকার যে মুক্ত কারাবাসের পরিকল্পনা করেছে, তিনি তাঁর সঙ্গে যুক্ত হতে চান।