ফের খারিজ মদনের জামিনের আর্জি, সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 May 2016 02:16 PM (IST)
কলকাতা: সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় ফের তৃণমূল নেতা মদন মিত্রের জামিনের আবেদন খারিজ করে দিল আলিপুর আদালত। তবে সিবিআইকে দ্রুত তদন্ত করতে বলেছেন বিচারক। এদিন জামিনের আবেদন জানিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, প্রায় ১৬ মাস ধরে জেলবন্দি মদন মিত্র। অথচ তদন্তে সেভাবে কোনও অগ্রগতি হয়নি। সাপ্লিমেন্টারি চার্জশিটেও মদন মিত্রের নাম নেই। যদিও মদন মিত্রের জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী।