কলকাতা: রোজভ্যালিকাণ্ডে দুই তৃণমূল সাংসদকে গ্রেফতার করেছে সিবিআই। এই প্রেক্ষিতে আবার সারদা নিয়েও নতুন করে নড়েচড়ে বসল তারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, কলকাতা পুরসভার কমিশনারকে একটি নোটিস পাঠানো হয়েছে।
এই নোটিস কীজন্য? সারদাকাণ্ড সামনে আসার পর অভিযোগ ওঠে, ৪৫৫ নম্বর ডায়মন্ডহারবার রোডে একই ঠিকানায় সারদাকে ৪৩টি ট্রেড লাইসেন্স দেয় কলকাতা পুরসভা। অধিকাংশই সুদীপ্ত সেনের নামে৷ সারদা-কর্ণধার গ্রেফতার হওয়ার পরই, মেয়র পারিষদদের বৈঠক ডেকে তড়িঘড়ি লাইসেন্সগুলি বাতিল করা হয়।
সিবিআই সূত্রে দাবি, পুর কমিশনারকে নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, সারদাকে আদতে ক’টি ট্রেড লাইসেন্স দেওয়া হয়? কোন ঠিকানায় ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়?
কী কী তথ্য দেখে এই ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়?
এক ঠিকানায় একাধিক ট্রেড লাইসেন্স ইস্যু করা নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে অভিযোগ জানিয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। এই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুরসভাকে নোটিস পাঠায় সিবিআই-ও। সিবিআই সূত্রে দাবি, পুরসভা যে উত্তর দেয় তাতে গোয়েন্দারা বিশেষ সন্তুষ্ট হতে পারেননি। বেশ কিছুদিন পর সেই ঘটনায় ফের একবার কলকাতা পুরসভাকে নোটিস দিল সিবিআই। এ বিষয়ে কলকাতা পুরসভার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।