বেহালায় মাছ ধরতে গিয়ে বঁড়শিতে উঠে এল বাতিল নোট ভর্তি বস্তা
ABP Ananda, web desk | 31 Jan 2017 03:11 PM (IST)
কলকাতা: মাছ ধরার সময় ছিপে উঠল বস্তা ভর্তি অচল টাকা। আজ সকালে ঘটনা ঘটেছে বেহালার ১২০ নং ওয়ার্ডের ভৈরবী পুকুরে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে কয়েকজন ওই পুকুরে মাছ ধরছিলেন। হঠাৎ বঁড়শিতে ভারি কিছু গেঁথে যায়। টেনে তোলার পর মাটিতে ওঠে একটি বস্তা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বস্তাটিতে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট ভর্তি ছিল। ভারি করার জন্য বস্তার তলায় রাবিশ ভরা ছিল বলেও জানা গিয়েছে। অভিযোগ, এর পরই বস্তা থেকে পুরানো টাকা নিয়ে চলে যান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বস্তাটি বাজেয়াপ্ত করে বেহালা থানার পুলিশ।