কলকাতা: পুজো শেষ। এবার শোভাযাত্রা, বিসর্জন। ঘাটগুলির পাশাপাশি নিরাপত্তা জোরদার রেড রোডেও। বৃহস্পতি ও শুক্রবার শহরের বড় পুজোগুলির বিসর্জন। বিসর্জন নির্বিঘ্ন করতে গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তা।
ঘাটগুলিতে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার। প্রতিটি ঘাটে থাকবেন একজন করে জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার, থাকবেন অতিরিক্ত পুলিশকর্মী। প্রতিটি ঘাটে নজরদারিতে থাকছে রিভার ট্রাফিক পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। অসামরিক প্রতিরক্ষা দফতরের তরফেও থাকছে বিশেষ দল। বাজে কদমতলা ঘাটে তৈরি হয়েছে পুলিশের কন্ট্রোলরুম।
নিরাপত্তা জোরদার রেড রোডেও। শুক্রবার এখানেই হবে দুর্গাপুজোর শোভাযাত্রা। প্রস্তুতি জোরদার। শুক্রবার বিকেল ৫টা থেকে শোভাযাত্রা শুরু হবে রেড রোডে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শোভাযাত্রায় অংশ নেবে রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের বিচারে ২৬টি সেরা পুজোর প্রতিমা। পুজো কমিটিগুলিকে বলা হয়েছে, প্রতিমা, আলোকসজ্জা তো থাকবেই, সম্ভব হলে মণ্ডপের রেপ্লিকাও শোভাযাত্রায় রাখতে হবে। দর্শকরা যাতে ভাল ভাবে শোভাযাত্রা দেখতে পারেন তার জন্য থাকছে বসার ব্যবস্থা। থাকছে ভিআইপি ও ভিভিআইপিদের বসার ব্যবস্থাও।
অন্যদিকে, মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বাড়ির প্রতিমা নিরঞ্জন। দূষণের কথা মাথায় রেখে গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে তত্পর কলকাতা পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে গঙ্গা থেকে কাঠামো তুলে ফেলার কাজ শুরু করেছেন কলকাতা বন্দরের কর্মীরা। তুলে ফেলা হচ্ছে ফুল ও পুজোর আনুষঙ্গিক জিনিসপত্র। এদিনও ঘাট পরিদর্শনে আসেন মেয়র পারিষদ দেবাশিস কুমার।
বিসর্জন ঘিরে ঘাটে জোর নিরাপত্তা, শোভাযাত্রার প্রস্তুতি রেড রোডে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2016 07:11 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -