কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চেয়ে হঠাত্‍ মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সস্ত্রীক তাপস পাল। পঞ্চায়েত ভোটে দলের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ।
বুধবার বেলা তখন ১২টা। পার্থ চট্টোপাধ্যায়য়ের নাকতলার বাড়িতে হাজির সস্ত্রীক তাপস পাল। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা। মিনিট কুড়ি বৈঠক। পরে তাপস জানান, দলনেত্রীর সঙ্গে কথা বলতে চান। তার জন্যই এসেছেন মহাসচিবের বাড়িতে। বলেন, দিদি দৌড়দৌড়ি করছেন। দিদির সঙ্গে দেখা করতে চেয়েও পারিনি। তাই দাদার কাছে এসেছি।
জামিন পাওয়ার পর এখনও সক্রিয় রাজনীতিতে ফেরেননি তাপস। তিনি জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে দলের কাজ করতে চান। বলেন, শরীর ঠিক হয়ে গেলে সক্রিয়ভাবে কাজে ফিরব। কাজ তো করবই। পঞ্চায়েত ভোটে কাজ করব।

যদিও তৃণমূল সূত্রের খবর, তাপস পালকে এখন তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বলেন, দিদির সঙ্গে কথা বলতে চাই বলছিল। আমি বলেছি দিদিকে জানাব। দিদি এখন ব্যস্ত। আগে সোজা হয়ে দাঁড়াক। তারপর তো বক্তৃতা।
২০১৬ সালের তিরিশ ডিসেম্বর রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদকে গ্রেফতার করে সিবিআই। ১৩ মাস পর শর্তাধীন জামিন পান তাপস। এই প্রেক্ষিতে দল যে তাঁর পাশে নেই, তা এদিন কার্যত বুঝিয়ে দিয়েছেন মহাসচিব। বলেন, তাঁর যে কর্মকাণ্ড সেটা পুরোটাই দলের অনুমোদন নিয়ে হয়নি। দল তো দায়িত্ব নেয় না। দেখে খারাপ লাগে।
তাহলে কি তাপস পালে অনাগ্রহ তৃণমূলের? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।