কলকাতা: এই প্রথমবার বিজয় দিবস উদযাপনে অংশ নিতে বাংলাদেশে যাচ্ছেন ভারতীয় সামরিক বাহিনীর কর্মরত অফিসাররা।


রবিবার, সেনাবাহিনীর মেজর জেনারেল জেনারেল স্টাফ (এমজিজিএস), ইস্টার্ন কম্যান্ড মেজর জেনারেল আর নাগরাজ বলেন, এবছর মোট ৩০ জনের এক ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশের রাজধানী ঢাকায় যাবেন আগামী ১৬ ডিসেম্বরের উৎসবে যোগ দিতে।


ওই প্রতিনিধিদলে থাকবেন স্থলসেনার ২ জন এবং নৌসেনা ও বায়ুসেনার একজন করে কর্মরত অফিসার। এছাড়াও, ওই প্রতিনিধিদলে থাকবেন যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনাকর্মী এবং অন্যান্য বিশিষ্টজনেরা। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ককে আরও মজবুত ও দৃঢ় করতে বরাবরই বদ্ধপরিকর ভারত। ভারতীয় সেনার কর্মরত অফিসারদের বাংলাদেশ যাত্রা সেই প্রয়াসেরই অঙ্গ।


এদিকে, প্রতিবারের মতো এবারও বাংলাদেশ থেকে বিশাল প্রতিনিধিদল ভারতে আসছে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে। সেই প্রতিনিধিদলে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার নিয়ে মোট ৫৫ জন আসছেন। এছাড়াও, বাংলাদেশ সেনার কর্মরত অফিসার, মন্ত্রী ও তাঁদের পরিবারও উপস্থিত থাকবেন কলকাতায়। ফলে, সব মিলিয়ে প্রতিনিধিদলের সংখ্যা ৭২।


সেনার তরফে জানানো হয়েছে, এবছর বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হবে আগামী ১৩ তারিখ। প্রিন্সেপ ঘাটে সামরিক ব্যান্ডের সুরের মূর্চ্ছনার মাধ্যমে সূচনা হবে অনুষ্ঠানের। ১৪ তারিখ, কলকাতার রেস কোর্সে হবে হেলিকপ্টার শো এবং ব্যান্ডের পারফরম্যান্স।


মূল অনুষ্ঠান হবে সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলয়ামে। সেখানে বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানানো হবে ১৯৭১ সালের যুদ্ধে শহিদ হওয়া যোদ্ধাদের।