- ডাউন কালকা-হাওড়া মেল সাড়ে ৬ ঘণ্টা দেরিতে চলছে।
- সাড়ে ৬ ঘণ্টা দেরিতে ডাউন অমৃতসর মেল।
- ডাউন হিমগিরি এক্সপ্রেস ১৩ ঘণ্টা দেরিতে চলছে।
- ডাউন তুফান এক্সপ্রেস ১৫ ঘণ্টা দেরিতে।
- ১০ ঘণ্টা দেরিতে চলছে ডাউন অমৃতসর এক্সপ্রেস।
- ডাউন পূর্বা এক্সপ্রেস ৮ ঘণ্টা
- ডাউন যোধপুর এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে।
- ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে চলছে।
- তিন ঘণ্টা দেরিতে চলছে ডাউন অজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস
- আজকের জন্য বাতিল হাওড়া-শ্রীনগর উদয়ন আভা তুফান এক্সপ্রেস।
কয়েকটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। আপ পূর্বা এক্সপ্রেস সকাল আটটা পাঁচের পরিবর্তে দুপুর পৌনে একটায় ছাড়বে হাওড়া থেকে। আপ শিয়ালদা-আনন্দবিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস দুপুর একটা দশের পরিবর্তে দুপুর তিনটে কুড়ি মিনিটে ছাড়বে।