- ডাউন কালকা-হাওড়া মেল সাড়ে ৬ ঘণ্টা দেরিতে চলছে।
- সাড়ে ৬ ঘণ্টা দেরিতে ডাউন অমৃতসর মেল।
- ডাউন হিমগিরি এক্সপ্রেস ১৩ ঘণ্টা দেরিতে চলছে।
- ডাউন তুফান এক্সপ্রেস ১৫ ঘণ্টা দেরিতে।
- ১০ ঘণ্টা দেরিতে চলছে ডাউন অমৃতসর এক্সপ্রেস।
- ডাউন পূর্বা এক্সপ্রেস ৮ ঘণ্টা
- ডাউন যোধপুর এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে।
- ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে চলছে।
- তিন ঘণ্টা দেরিতে চলছে ডাউন অজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস
- আজকের জন্য বাতিল হাওড়া-শ্রীনগর উদয়ন আভা তুফান এক্সপ্রেস।
দিল্লি ও উত্তর ভারতে ঘন কুয়াশার জের, দেরিতে একাধিক দূরপাল্লার ট্রেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2017 11:06 AM (IST)
কলকাতা: দিল্লি ও উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে ব্যাহত ট্রেন চলাচল। দেরিতে চলছে একাধিক দূরপাল্লার ট্রেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন ট্রেন কতটা দেরিতে চলছে। বাতিল হল কোন ট্রেনগুলি।