কলকাতা: খাস কলকাতার বুকে মধুচক্রের খোঁজ। নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন চত্বর থেকে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক জনকে। স্টেশন লাগোয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের কাজ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে।
বিভিন্ন সিনেমা-সিরিয়ালে অভিনয়ে সুযোগ দেওয়ার টোপ দিয়ে মহিলাদের এনেছিল অভিযুক্ত সুজিত সরকার। তাদের বারুইপুরে পাঠিয়ে দেহব্যবসায় নামানোর ছক করা হয়েছিল। ৬০ হাজার টাকায় হয়েছিল রফা।
কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ৮ জন মহিলাকে উদ্ধার করেছে তারা। ধৃতকে তোলা হয়েছে বারুইপুর আদালতে। ধৃতকে জেরা করে এই মধুচক্রের শিকড় কতদূর ছড়ানো সে বিষয়ে বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ।
অভিনয়ের টোপ দিয়ে মধুচক্রে নামানোর ছক, গড়িয়া থেকে গ্রেফতার এক, উদ্ধার আট মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2020 04:22 PM (IST)
অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ৮ জন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে তোলা হয়েছে বারুইপুর আদালতে।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -