কলকাতা: মহম্মদ শামি এবং তাঁর স্ত্রী হাসিন জাহান বিতর্কে বেশ কয়েকদিন ধরেই উত্তাল সংবাদমাধ্যম। স্বামী সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এবং অডিও ক্লিপের কথোপকথন ফাঁস করেছেন সামি-পত্নী হাসিন। পাল্টা স্ত্রীকে মানসিকভাবে অসুস্থ, নিজের আগের বিয়ে লুকিয়ে যাওয়া সহ একাধিক অভিযোগে বিঁধেছেন সামি। এবার এই বিতর্কে হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আবেদন জানালেন হাসিন জাহান।
এই সাক্ষাৎ প্রসঙ্গে হাসিনের মত, তিনি সত্যের জন্যে লড়াই করছেন। তাঁর ওপর অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তাঁকে সকলের সামনে হেনস্থা করা হয়েছে। এই লড়াইয়ে তিনি মুখ্যমন্ত্রীর সমর্থন নন, শুধু চান নজরদারি। কী হচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখুন তিনি, মুখ্যমন্ত্রীর কাছে আর্জি হাসিনের। তারপরই তিনিই বিচার করুন, কার কী শাস্তি পাওনা এই কাণ্ডে। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি তাঁর যন্ত্রণটা ভাগ করে নিতে চান বলেও জানিয়েছেন হাসিন জাহান।
মহম্মদ শামি বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আবেদন ক্রিকেটার পত্নী হাসিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Mar 2018 01:07 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -