কলকাতা: হাসিমুখে উমাকে বিদায়৷ বাপের বাড়ি ছেড়ে কৈলাসে যাত্রা দুর্গার৷ মা-কে বিদায় জানাতে শ্যুটিং-এর ব্যস্ততা ভুলে সিঁদূর খেলায় মেতে উঠলেন রুপোলি পর্দার তারকারাও। মানুষের ভিড়ে মিশে গেলেন বিধায়ক, সাংসদরাও।
বছরভর হাজারো ব্যস্ততা। শ্যুটিং, নাচের অনুষ্ঠান। নানা ঝক্কি। তবু প্রতিবছর বিজয়া দশমীর দিন রবিনসন স্ট্রিটের বাপের বাড়িতে আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমে মাকে সিঁদূর পরিয়ে, মিষ্টি মুখে বরণ। এরপর আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে সিঁদূর খেলায় মেতে ওঠা।
পুজোর কটাদিন লাইট, ক্যামেরা, অ্যাকশন ভুলে সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠা। মল্লিক বাড়ির পুজোয় সিঁদূর খেলায় মাতলেন বাড়ির মেয়ে কোয়েল।
বেহালায় নিজের বাড়িতে সিঁদূর খেলায় মাতলেন অপরাজিতা আঢ্য।
বাগবাজার সর্বজনীনের পুজোতেও তারকাদের মেলা। সকালে সিঁদূর খেলায় অংশ নেন ঋতুপর্ণা। ছিলেন তৃণমূল বিধায়ক শশী পাঁজাও। বাগবাজারের পাড়ার পুজো মণ্ডপে হাজির ছিলেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত।
বাগবাজার সর্বজনীনের বিজয়া দশমীর অনুষ্ঠানে যোগ দিলেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বিসর্জনের বিষাদ ছুঁয়ে গেল সেলিব্রিটিদেরও।
দশমীতে তারকাদের সিঁদূর খেলা
Web Desk, ABP Ananda
Updated at:
11 Oct 2016 07:51 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -