কলকাতা: সিঙ্গুর প্রশ্ন এবার উঠে এল তৃণমূলের কর্মিসভাতেও। দলীয় কর্মশালাতে সিঙ্গুর প্রশ্নের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের সভায় সিঙ্গুরের ভবিষ্যৎ জানতে চেয়ে দলনেত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন কয়েকজন কর্মী। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, সিঙ্গুর নিয়ে চিন্তার কারণ নেই। চাষিরা জমি ফেরত পাবেন।


শনিবার দলের কর্মীদের উদ্দেশে নানা বার্তা দিচ্ছিলেন তৃণমূলনেত্রী। সেই সময় দর্শক আসন থেকে কয়েকজন প্রশ্ন ছুঁড়ে দেন মমতার উদ্দেশে। জানতে চান, দিদি, সিঙ্গুরের কী হবে?

জবাবে মমতার আশ্বাস, চিন্তার কারণ নেই। সিঙ্গুরের কৃষকরা তাঁদের জমি ফেরত পাবেন।

গতবার ক্ষমতায় এসে প্রথম মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন, সিঙ্গুরের জমি কৃষকদের ফেরত দেবেন। সেই মতো আইনও তৈরি করেছিলেন। কিন্তু, সেই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে টাটা কর্তৃপক্ষের করা মামলা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন। কয়েক মাস আগে, নির্বাচনী প্রচারে বেরিয়ে সিঙ্গুরের জনসভা থেকেও মমতা বার্তা দিয়েছিলেন, কৃষকরা জমি ফেরত পাবে। তৃণমূলের সিঙ্গুর আন্দোলনের অন্যতম দুই মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বেচারাম মান্না, দুজনেই এবারও জিতেছেন। কিন্তু, সিঙ্গুরে ভবিষ্যত নিয়ে এখনও যে এলাকার অনেকের মনেই দ্বিধা-সংশয় রয়েছে, এ দিন দলের কর্মিসভাতে সেই আঁচ পেলেন তৃণমূলনেত্রী।