কলকাতা: সিঙ্গুর-ইস্যুতে কলকাতা পুরসভার হোর্ডিং ঘিরে বিতর্ক। আর্থিক অপচয় করে রাজনীতি করার অভিযোগ বিরোধীদের। গুরুত্ব দিতে নারাজ মেয়র।

শারদীয়ার শহরে কলকাতায় হোর্ডিং-বিতর্ক! তবে পুজোর হোর্ডিং নয়, জলঘোলা হচ্ছে পুরসভার হোর্ডিং ঘিরে! টালা থেকে টালিগঞ্জ, বেহালা থেকে বেলগাছিয়া... ‘সিঙ্গুর-হোর্ডিং’য়ে ছেয়ে গিয়েছে তিলোত্তমা।

হোর্ডিংয়ের জেরে কলকাতা এখন কার্যত সিঙ্গুরময়! হোর্ডিংয়ে লেখা রয়েছে, সিঙ্গুর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৬ দিনের ঐতিহাসিক অনশনের প্রসঙ্গ, তৃণমূলনেত্রীর জমি আন্দোলনের কথা, ‘মা-মাটি-মানুষের অধিকারের’ স্লোগান। কলকাতা পুরসভার এই সিঙ্গুর-হোর্ডিং নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। শুধু আর্থিক অপচয় কিম্বা রাজনীতিই নয়, হোর্ডিং-বিতর্কে নীতিগত প্রশ্নও তুলেছে বিরোধীরা।

এই প্রসঙ্গে, দোসরা সেপ্টেম্বরের সাধারণ ধর্মঘটের বিরোধিতা করে পুরসভার তরফে যে হোর্ডিং লাগানো হয়েছিল, তারও প্রসঙ্গ টানছে বিরোধীরা। যদিও এসব অভিযোগকে পাত্তা দিতে চাননি কলকাতার মেয়র।