বাঁশদ্রোণিতে পুকুরের মধ্যে থেকে মিলল মানুষের খুলি, হাড়গোড়, ঘটনায় এলাকায় চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2017 06:55 PM (IST)
কলকাতা: বাঁশদ্রোণিতে পুকুরের মধ্যে থেকে মানুষের খুলি ও হাড়গোড় উদ্ধার। অন্যত্র খুন করে এখানে দেহ ফেলে দেওয়া গেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। চাঞ্চল্যকর এই ঘটনা বাঁশদ্রোণি ব্রহ্মপুরের সাউথ এন্ড এলাকার। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। কীভাবে উদ্ধার হল খুলি ও হাড়গোড়? বাড়ির পিছনের পুকুর সংস্কারের সিদ্ধান্ত নেন মালিক পবিত্র সরকার। সেইমতো সোমবার সকালে শুরু হয় পানা পরিষ্কারের কাজ। তখনই উদ্ধার হয় মানুষের মাথার খুলিটি। খবর যায় বাঁশদ্রোণি থানায়। পুলিশ এসে ওই সাফাইকর্মীদেরই পুকুর থেকে আরও কিছু মেলে কিনা, তা খুঁজে দেখতে বললে। এরপরে একে একে উঠে আসে মানবদেহের নানা অংশের হাড়গোড়, একটি বেল্ট লাগানো প্যান্ট ও একজোড়া চটি। মানুষের মাথার খুলিটি পুরুষ না মহিলার, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে বাইরে খুন করে পুকুরে দেহ ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ। ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার জন্য খুলি ও হাড়গুলিকে পাঠানো হয়েছে।