কলকাতা: চিকিত্সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র এসএসকেএম হাসপাতাল। কর্তব্যরত জুনিয়র ডাক্তারদের মারধর, পাল্টা মারধরের অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেও। প্রবল জ্বর নিয়ে রবিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন ভবানীপুরের বাসিন্দা অশোক রাম। রাতে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, চিকিত্সায় গাফিলতির অভিযোগে মৃতের আত্মীয়রা ওয়ার্ডের ভিতরে ঢুকে জুনিয়র ডাক্তারদের মারধর করেন। পাল্টা জুনিয়র ড়াক্তাররাও রোগীর আত্মীয়দের মারধর করেন বলে অভিযোগ। হাসপাতাল চত্বরের বাইরেও অশান্তি ছড়িয়ে পড়ে। অভিযোগ, মৃতের ৩ আত্মীয়কে ওয়ার্ডেই আটকে রাখা হয়। প্রতিবাদে হাসপাতালের বাইরে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন রোগীর অন্য আত্মীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী। মৃতের ৩ আত্মীয়কে আটক করেছে পুলিশ। দু'পক্ষই মারধরের অভিযোগ অস্বীকার করেছে।