কলকাতা: এবছর থেকে আর স্মার্ট ওয়াচ এবং ডিজিটাল ঘড়ি পরে পরীক্ষার হলে ঢুকতে পারবে না আইসিএসই ও আইএসসি পরীক্ষার্থীরা।


এই মর্মে পর্ষদের অনুমোদিত স্কুলগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (সিআইএসসিই)। এমনটাই জানালেন আইসিএসই স্কুলগুলির প্রধানদের এসোসিয়েশনের বেঙ্গল চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নবারূণ দে।


তিনি বলেন, পর্ষদের মুখ্য কার্যনির্বাহী তথা সচিব জেরি আরাথুন যে নির্দেশিকা পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে নিশ্চিত করতে যে, পরীক্ষার্থীদের হাতে কোনওভাবেই যেন স্মার্ট ওয়াচ এবং ডিজিটাল ঘড়ি না থাকে। কেবলমাত্র অ্যানালগ ঘড়িই পরতে পারবে পরীক্ষার্থীরা।


নির্দেশিকায় বলা হয়েছে, ছাত্ররা যখন স্কুল থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে, তখন যেন তাঁদের এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়। পর্ষদের দাবি, এর ফলে, পরীক্ষায় কোনওপ্রকার অসাধু উপায় অবলম্বন করতে পারবে না পরীক্ষার্থীদরা।


প্রসঙ্গত, চলতি বছরের আইসিএসই(দশম শ্রেণি) পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। শেষ হবে ২৮ মার্চ। অন্যদিকে, আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি। চলবে ২ এপ্রিল পর্যন্ত।