শিয়ালদা স্টেশনে ট্রেনে সিটের নিচে মিলল বিরল প্রজাতির সাপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2016 02:37 PM (IST)
কলকাতা: ট্রেনে আসনের নিচে মিলল বিরল প্রজাতির সাপ। আজ সকালে শিয়ালদা স্টেশনে হাটে বাজারে এক্সপ্রেসে জিআরপি-র রুটিন তল্লাশি চলছিল। সেসময় আসনের নিচে মেলে একটি সিমেন্টের ব্যাগ। আতপ চালভর্তি ওই ব্যাগ থেকেই উদ্ধার একটি জ্যান্ত সাপ। খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতর সূত্রে খবর, সাপটি বিরল রক পাইথন প্রজাতির। গন্ধ ঢাকতে আতপ চালভর্তি বস্তা করে সেটিকে পাচার করা হচ্ছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -