চলন্ত বাসে ছিনতাই আইফোন, মিলল রুবি মোড়ে, পাকড়াও দুষ্কৃতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2016 12:41 PM (IST)
কলকাতা: চলন্ত বাসে যুবকের পকেট থেকে আইফোন ছিনতাই। পাকড়াও ছিনতাইকারী।টানা জিজ্ঞাসাবাদের পর স্বীকার। গ্রেফতার অভিযুক্ত। উদ্ধার হয়েছে আইফোনটি। গতকাল বাইপাসের কাছে চলন্ত বাসে এক যাত্রীর পকেট থেকে আইফোন ছিনতাই করে এক দুষ্কৃতী। যুবক টের পেয়ে যাওয়ায় আইফোনটি ছুঁড়ে ফেলে দেয় ওই দুষ্কৃতী। কিন্তু ধরা পড়ে যায় সে। কসবা থানায় টানা জিজ্ঞাসাবাদের পর অপরাধের কথা কবুল করে মহম্মদ নাভেদ নামে কসবারই বাসিন্দা ওই দুষ্কৃতী। পরে রুবি মোড়ের কাছেই রাস্তা থেকে উদ্ধার হয় আইফোনটি।