সোনাগাছিতে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তারক্ষী খুন, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2016 02:00 PM (IST)
কলকাতা: সোনাগাছিতে স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা নিরাপত্তারক্ষী খুন। সংস্থার অফিস থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। গলায় গামছার ফাঁস লাগিয়ে মাথা থেঁতলে খুন। ঘটনার পর থেকেই সংস্থার অফিস থেকে রহস্যজনকভাবে উধাও উদ্ধার হওয়া দুই কিশোরী। নেপথ্যে নারীপাচার চক্র? উঠছে প্রশ্ন। দু'দিন আগে বউবাজার থেকে উদ্ধার হয় ওই দুই কিশোরী। দুজনেরই বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। কিশোরীদের দুই প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের কলকাতায় নিয়ে আসে বলে অভিযোগ। উদ্ধারের পর দুই কিশোরীকে ওই স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে রাখা হয়। আজ সকালে সেই অফিস থেকেই উদ্ধার হয় নিরাপত্তারক্ষী কবিতা রায়ের দেহ। ঘটনার তদন্তে বড়তলা থানার পুলিশ।