কলকাতা: আইন সবার ক্ষেত্রেই এক। তাই ঘটনার সঠিক তদন্ত হোক। এই দাবি জানিয়ে আগেই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন সনিকা সিংহ চৌহানের বাবা। সূত্রের খবর, তদন্তে খুশি নয় সনিকার পরিবার। দ্রুত তদন্ত চেয়ে ফের সিপিকে চিঠি দিতে চলেছেন তাঁরা। মডেল সনিকা সিংহ চৌহানের বাবা বিজয় সিংহ চৌহান, গত ১৩ মে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে একটি চিঠি লেখেন। চিঠিতে সনিকার বাবার দাবি, রাতে দুর্ঘটনা ঘটলেও পরের দিন সকালে বাড়িতে গিয়ে খবর দেয় ওয়াটগঞ্জ থানার এক পুলিশ কর্মী। দেরি কেন জানতে চাইলে, তিনি বলেন, মৃতের পরিচয় জানতে দেরি হওয়ায় খবর দিতে দেরি। চিঠিতে সনিকার বাবার আরও দাবি, বাড়ি থেকে বেরনোর সময় রোজ একাধিক আইডি কার্ড নিয়ে যেত সনিকা। পুলিশ সনিকার যে ব্যাগ পরিবারের হাতে তুলে দেয়, সেই ব্যাগেও তা ছিল। তা সত্বেও কেন বাড়িতে দুর্ঘটনার খবর দিতে দেরি হল? কেন মৃতের পরিচয় জানতে দেরি হল? পাশাপাশি পরিবারের প্রশ্ন, সনিকার ব্যক্তিগত জিনিস কেন প্রথমের অন্যের হাতে তুলে দেওয়া হয়েছিল? তা পরিবারের হাতে তুলে দিতে কেন ১২ দিন লাগল? গত ২৯ এপ্রিল গভীর রাতে, রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায়, মৃত্যু হয় মডেল সনিকা সিংহ চৌহানের। গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। চিঠিতে সনিকার বাবা লিখেছেন, মত্ত অবস্থায় অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। কিন্তু যে দুর্ঘটনায় সনিকার মৃত্যু হল, সেখানে বিক্রমের কী করে এত কম চোট লাগল? প্রশ্ন তুলেছেন তিনি। চিঠিতে আরও লিখেছেন,আইন সবার ক্ষেত্রেই এক। তাই ঘটনার সঠিক তদন্ত হোক। সত্যিটা বেরিয়ে আসুক। প্রথমে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করলেও তীব্র সমালোচনার মুখে পড়ে অভিনেতা বিক্রমের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা যুক্ত করেছে পুলিশ। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করেছেন অভিনেতা বিক্রম। এই প্রেক্ষিতে এবার ফের পুলশকে চিঠি দেওয়ার ভাবনা সনিকার বাবার। যদিও তদন্ত প্রক্রিয়া নিয়ে মুখ খুলতে চায়নি লালবাজার।