কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও সঙ্কটজনক হলেও বৃহস্পতিবারের থেকে শুক্রবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর। শুক্রবার তাঁর তৃতীয় দফায় ডায়ালিসিসের প্রয়োজন হয়নি।
বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা তাঁকে সৌমিত্রবাবুকে পরীক্ষা করেন। দেখা যায়, দু’দফায় ডায়ালিসিসের পর অভিনেতার কিডনির অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। রেচন প্রক্রিয়া আগের থেকে ভাল হয়েছে। উন্নতি হয়েছে ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রার।
এরপরই দুপুরে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেয়, তৃতীয় ডায়ালিসিস এদিন করা হবে না। শনিবার ফের পরীক্ষা করে অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যা বৃহস্পতিবারের মতোই । অবনতি হয়নি। তিনি মাঝে মধ্যে চোখ মেলে তাকাচ্ছেন। মস্তিষ্কের সক্রিয়তার মাপকাঠি গ্লাসগো কোমা স্কেলে মোট পরিমাপ সংখ্যা ১৫। এখন অভিনেতার ক্ষেত্রে ১০ রিডিং পাওয়া যাচ্ছে। যা স্বাভাবিকের থেকে কম।
বৃহস্পতিবার অভিনেতাকে প্লেটলেট দেওয়া হয়। তবে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, প্লেটলেটের পরিমাণ স্বাভাবিক হওয়ায় এদিন প্লেটলেট দেওয়ার দরকার হয়নি। তবে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায় ফের রক্ত দিতে হয়েছে।
সৌমিত্র চট্টোপাধ্যায় ৪০ থেকে ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। তাঁর ফুসফুস এবং শরীরের অন্যান্য সংক্রমণও নিয়ন্ত্রণে। হাসপাতাল সূত্রে খবর, চিকিত্সকরা মনে করছেন, ওষুধে সাড়া মিলছে।