Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আজ বসতে পারে ২টি স্টেন্ট, স্থিতিশীল সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2021 12:14 PM (IST)
গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে।
কলকাতা : সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল রাতে তাঁর ভাল ঘুমও হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির উপস্থিতিতে আজ তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে।
অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে, সৌরভের দুটি ধমনীর ব্লকেজ দেখে নিতে চাইছেন চিকিত্সকরা। প্রয়োজন বুঝলে আজই ২টি স্টেন্ট বসানো হতে পারে। দেবী শেঠির পাশাপাশি, সৌরভের পরিবারের সিদ্ধান্তে মুম্বই থেকে আসছেন একজন বিশেষজ্ঞ চিকিত্সক। গতকাল দুপুরে বুকে ব্যথা অনুভব করায় বিসিসিআই সভাপতিকে ই এম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ৭ জানুয়ারি তিনি উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। আগেরবার উডল্যান্ডসে তাঁর বুকে একটি স্টেন্ট বসানো হয়।
গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল, যেখানে স্টেন্ট বসানো হয়েছে। বাকি দু’টি ধমনীতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি জানান, শরীরের মধ্যে কেমিক্যাল চেঞ্জ হয়ে এমন ব্লকেজ হতে পারে, নির্দিষ্ট কারণ নেই। অ্যাঞ্জিওপ্লাস্টির পর মহারাজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে উডল্যান্ডস হাসপাতালে যান দেবী শেট্টি। তখন হাসপাতালেই ছিলেন সৌরভের স্ত্রী ডোনা এবং দাদা স্নেহাশিস। প্রথমে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন চিকিৎসক দেবী শেট্টি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। দেবী শেট্টি বলেন, "ওঁকে ঠিক সময়ে আনা হয়েছিল, ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেছেন, একদম ঠিক, এটা খুব একটা বড় সমস্যা তৈরি করবে না, কোনও বড় রকম সমস্যা নেই, বাড়ি যাওয়ার পরদিন থেকেই উনি কর্মজীবনে ফিরতে পারবেন, উনি যেহেতু ফিট, তাই অল্প ব্লকেজ, যে কোনও সাধারণ মানুষের ৪০ পার হলেই চেকআপে থাকা উচিত।"
তবে সৌরভের অসুস্থতার পরই নানা মহলে এই প্রশ্নও উঠছে, তাঁর ওপর কি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কোনও চাপ তৈরি হয়েছিল? তার জেরেই কি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন? আর তাই প্রত্যাশিতভাবেই দেবী শেট্টির কাছে এই প্রশ্নও করা হয়েছিল, বর্তমান শারীরিক পরিস্থিতিতে কি সৌরভ রাজনীতিতে নামতে পারবেন? অত্যন্ত কৌশলে সেই প্রশ্ন এড়িয়ে যান বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ। আপাতত অবশ্য ফের উদ্বেগ তৈরি হয়েছে সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -