কলকাতা: কাল হাসপাতাল থেকে ছাড়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আজ ছাড়া পাওয়ার জল্পনা থাকলেও, এদিন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, আজ নয়, আগামীকাল বাড়ি ফিরবেন মহারাজ।


হাসপাতাল সূত্রে খবর, নিজেই আরও একদিন হাসপাতালে থাকতে চেয়েছেন বিসিসিআই সভাপতি। গতকাল রাতেও ভাল ঘুমিয়েছেন তিনি। সকালে ব্রেকফাস্ট খান।


আজও সৌরভ গঙ্গোপাধ্যায়ের একদফা ইসিজি হবে। ১৪ দিন পর তাঁকে পরীক্ষার জন্য ফের আসতে হবে হাসপাতালে। এরপর বাকি দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে।


এরই মধ্যে ছুটির পর সৌরভ সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। কারণ হাসপাতালের সামনে লাগানো হয়েছে সাউন্ড বক্স।


হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


কী হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হেলথ চার্ট? দেখে নেওয়া যাক একনজরে--


* দিনে ৬-৭ বার ১৫ মিনিট হাঁটতে হবে
-
* খাবার রান্না করতে হবে কম সরষের তেলে
-
* বেশি পরিমাণে মাছ, সবজি, ফল, দই খেতে হবে
-
* ব্রাউন রাইস খেতে পারেন
-
* ডিম খাবেন সপ্তাহে ৩-৪টি
-
* আমন্ড প্রতিদিন ১৫-২০টি করে খেতে হবে
-
* মাটন, পোলাও, বিরিয়ানি খাওয়া একেবারে বন্ধ