কলকাতা:  আড়াই বছরের শিশুকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার মহিলা।

প্রিন্স আনওয়ার শাহ রোডের একটি বেসরকারি সংস্থায় স্পিচ থেরাপিস্টের কাজ করেন তিনি। ১৪ মে শিশুকে ওই সংস্থায় নিয়ে যায় তার বাবা-মা। অভিযোগ, থেরাপি চলাকালীন দরজা বন্ধ করে শিশুকে মারধর করেন চৈতালি মুখোপাধ্যায় নামে ওই মহিলা। মারধরের জেরে শিশুর মাথা ফেটে যায়।

ওই দিনই চারুমার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর মা-বাবা। তদন্তে নেমে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে চাইল্ড প্রটোকেশন অ্যাক্ট ও জুভেনাইল জাস্টিস অ্যাক্ট সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।