কলকাতা: পুজোর সময় বা পুজোর পর দূরে কোথাও যাওয়ার জন্য কি মন ছটফট করছে? ট্রেনের টিকিট নিয়ে কপালে চিন্তার ভাঁজ? মুশকিল আসান হতে পারে আকাশপথে! অক্টোবর থেকে বেশ কয়েকটি জায়গার সঙ্গে কলকাতাকে আকাশপথে জুড়ে দিচ্ছে স্পাইসজেট।
কলকাতা থেকে সংস্থার নতুন বিমান উড়বে কলকাতা-শিলচর, কলকাতা-গুয়াহাটি , কলকাতা-আইজল, কলকাতা-গোরক্ষপুর, কলকাতা-বাগডোগরা এবং কলকাতা-বিশাখাপত্তনমের মধ্যে।
সোমবার নবান্নে স্পাইশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই নতুন বিমান চালু করা নিয়ে কথা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ও পরিহণ সচিব প্রমূখ। পরে স্পাইসজেটের কর্তারা নতুন বিমান চালুর পরিকল্পনার কথা জানান।
স্পাইসজেটকে নতুন বিমান পরিষেবা চালানোর ব্যাপারে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ডিসেম্বর মাস থেকে মধ্যপ্রাচ্যের দুটি জায়গায় আন্তর্জাতিক বিমান পরিষেবাও চালু করবে স্পাইশজেট। ব্যাঙ্কক যাওয়ার জন্য এখন সপ্তাহে একটি বিমান চালায় স্পাইসজেট। সেই সংখ্যাও বাড়ানো হবে বলে খবর।
মুখ্যমন্ত্রী চান কলকাতা থেকে সরাসরি ইউরোপ যাওয়ার বিমান চালু হোক। সেই অনুরোধ তিনি স্পাইসজেটের কর্তারা কাছে রেখেছেন। নবান্ন সূত্রের খবর, সেই  বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন স্পাইশ কর্তারা।  পাশাপাশি বিমান সংস্থার তরফে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয় মুম্বই, দিল্লি, ব্যাঙ্গালুরু ও মুম্বইতে ছোট বিমানের ল্যান্ডিং চার্জ কমানের বিষয়টি নিয়ে সরব হতে।