কলকাতা: কমন হস্টেলে থাকতে চান ছাত্রীরা! সিদ্ধান্ত অমান্যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ১৪ ছাত্রীকে বহিষ্কার। বহিষ্কৃত ১৪ জনের তালিকায় রয়েছেন ভিনরাজ্যের ১০ পড়ুয়া। বহিষ্কার করা হয়েছে ১ বিদেশি ছাত্রীকেও! ঘটনার প্রতিবাদে পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ, ক্লাস বয়কট। ঢুকতে না পেরে নিরাপত্তারক্ষীদের ঘরেই বৈঠক সারলেন অধিকর্তা! ক্যাম্পাসে ঢুকল পুলিশ। মঙ্গলবার দিনভর অশান্তির সাক্ষী রইল এসআরএফটিআই। অশান্তের নেপথ্যে হস্টেল বিভাজন। গত ২০ বছর ধরে ছেলে-মেয়েরা একসঙ্গে হোস্টেলে থাকে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত, ডান দিকের হস্টেলে থাকতে হবে ছাত্রীদের। অশান্তির আবহেই এদিন পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসে কর্তৃপক্ষ। কিন্তু সমাধানসূত্র অধরা। বহিষ্কৃত ছাত্রীদের দাবি, এটা স্বাধীনতায় হস্তক্ষেপ। অবস্থানে অনড় কর্তৃপক্ষও। তথ্যসম্প্রচার মন্তককে বিষয়টি জানাচ্ছে তারা। শুধু তাই নয়, কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে কর্তৃপক্ষ। এসআরএফটিআই অধিকর্তা দেবমিত্রা মিত্রের সাফ জবাব, আমরা সরে আসছি না। অ্যাকাডেমিক কাউন্সিলরের সিদ্ধান্ত। শহরের বুকে কেন্দ্রীয় চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। ধর্ষণ থেকে শ্লীলতাহানি, অতীতে একাধিক অভিযোগে উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। এবার তুলকালাম হস্টেল বিভাজন নিয়ে।
এসআরএফটিআই: ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের সিদ্ধান্ত কর্তৃপক্ষের, মানতে নারাজ ছাত্রীরা, বহিষ্কৃত ১৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2017 04:22 PM (IST)