কলকাতা: আমহার্স্ট স্ট্রিটের সেন্ট পলস কলেজে ছাত্র নিগ্রহের ঘটনায় অবশেষে পদক্ষেপ করল কলেজ কর্তৃপক্ষ। দুই অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত অশিক্ষক কলেজ কর্মীকেও।
তবে এখনও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অ্যাকাউন্টস নিয়ে প্রশ্ন তোলায় ১৭ মে ওই ছাত্রকে নগ্ন করে হেনস্থা করে অভিযুক্ত ২ ছাত্র, ১ অশিক্ষক কর্মী ও আর এক বহিরাগত। তারপর ভিডিও ভাইরাল করারও হুমকি দেওয়া হয়।
সেন্ট পলস কলেজে ছাত্র নিগ্রহ কাণ্ডে ২ অভিযুক্ত ছাত্র বহিষ্কৃত, বরখাস্ত অভিযুক্ত কর্মী
ABP Ananda, Web Desk
Updated at:
12 Jun 2018 08:16 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -