কলকাতা: পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনীর একাংশ প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্য। কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।
নবান্নে আজকের বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, একটা আসনের জন্য বিজেপি চাইছে রাজ্যকে ভাগ করতে।
পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার প্রসঙ্গে এভাবেই সরাসরি বিজেপি এবং মোদী সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বাহিনী নিয়ে কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে।
পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার প্রসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করতে গিয়ে, মমতা অন্যান্য রাজ্যে কী সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার পরিসংখ্যান টেনে আনেন। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, ছত্তীসগঢ় ২৫২, ঝাড়খণ্ডে ১২০, দিল্লি ৪০, ওড়িশা ৮৪, বিহার ৪৮....আমাদের আগে ষাট ছিল এখন কমে ১৫ কোম্পানি ছিল। তার থেকেও সাত কোম্পানি নিয়ে নিচ্ছে।
শুধু মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনা কিংবা ষড়যন্ত্রের অভিযোগই নয়, কেন তিনি এই অভিযোগ করছেন, তাঁরও যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রাজ্য সরকার বিজেপির বিরোধিতা করে। রাজনৈতিকভাবে সঙ্গে নেই। তাই এই ঘটনা।
এরইসঙ্গে দার্জিলিং থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে হুঁশিয়ারিও ছুঁড়ে দিয়েছেন মমতা।তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের পর দার্জিলিংয়ে কোনও অপ্রতীকির ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে কেন্দ্র। বিজেপি অবশ্য মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে।
বাহিনী-বিতর্ক নিয়ে রাজনৈতিক তরজা জোরালো। কিন্তু, এরইমধ্যে প্রশ্ন একটাই, কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের পর দার্জিলিংয়ের পরিস্থিতি কী হবে?
বাংলা ভাগের চক্রান্ত, অশান্তিতে মদত, রাজ্য বিজেপির চিঠিতেই বাহিনী প্রত্যাহার, অভিযোগ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2017 07:58 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -