সরকারি অফিসে হাজিরা কড়াকড়ি, সাড়ে দশটার পর ঢুকলে অনুপস্থিত, থাকতে হবে ৫টা অবধি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2016 07:24 AM (IST)
কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কড়াকড়ি। এবার থেকে সকাল সোয়া দশটার মধ্যে দিতে হবে হাজিরা। না হলেই সংশ্লিষ্ট কর্মী সেদিনের মতো অনুপস্থিত বলে গণ্য হবেন। এছাড়াও, রাজ্য সরকারি কর্মীদের বিকেল পাঁচটা পর্যন্ত অফিসে থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। বেরোতে হবে সই করে। নবান্নে মৌখিক নির্দেশিকা জারি অর্থ দফতরের।