কলকাতা: ডায়মন্ডহারবারে কলেজ পড়ুয়াকে মোষ চুরির গুজবে পিটিয়ে খুনের মামলায় যেদিন রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করল হাইকোর্ট, সেদিনই প্রকাশ্যে এল শহরের বুকে এক ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ।
ডায়মন্ডহারবারকাণ্ডের ছায়া এবার হরিদেবপুরে। আম চোর সন্দেহে ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ। গ্রেফতার ২। প্রথমে অভিযোগই নিতে চায়নি পুলিশ, দাবি মৃতের পরিবারের।
এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা পাস করেছিলেন অনিরুদ্ধ বিশ্বাস। কথা ছিল, কম্পিউটার সায়েন্স নিয়ে আশুতোষ কলেজে ভর্তি হবেন। ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু, সেই ইচ্ছের অপমৃত্যু।
ঘটনাস্থল হরিদেবপুর থানা এলাকার সত্যজিৎ পার্ক। ঠিক কী ঘটেছিল? কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অনিরুদ্ধ। বৃহস্পতিবার, সন্ধ্যায় তাঁকে বাড়িতে দেখতে আসেন বন্ধুরা। তাঁদের নিয়েই বাড়ি থেকে বেরিয়ে, কিছু দূর গিয়ে গল্প করছিলেন অনিরুদ্ধ।
অভিযোগ, সে সময় দুই ব্যক্তি এসে, হঠাত্ আম চুরির অপবাদ দিয়ে অনিরুদ্ধ ও তাঁর বন্ধু সুপ্রতিমকে বেধড়ক মারধর শুরু করে। মারধরের জেরে অনিরুদ্ধর এতটাই জখম হন যে, ওই দিন রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবারে স্থানান্তরিত করা হয় অন্য আরেকটি হাসপাতালে। কিন্তু, চিকিত্সকদের সব চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুর কাছে হার মানতে হয় অনিরুদ্ধকে।
মৃতের বন্ধু সুপ্রতিম বিশ্বাসের আরও অভিযোগ, যারা মারধর করেছে তাদের বাড়িতে কোনও আম গাছ নেই। এমনকী, অভিযোগকারী চিন্ময় সর্দারের পাশের বাড়িতে একটি আম গাছ থাকলেও, তাতে এবার কোনও ফলনই হয়নি।
তাহলে কেন আমচুরির অভিযোগে মারধর করা হল? তাহলে কি নেপথ্যে অন্য কোনও ঘটনা? মৃতের পরিবারের অভিযোগ, প্রথমে থানায় গেলে অভিযোগ নিতেই চায়নি পুলিশ। পরে মেডিক্যাল রিপোর্ট আনার পর অভিযোগ নেয় তারা।
এই ঘটনায় বিনোদ বাল্মীকি ও চিন্ময় সর্দার নামে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। গতমাসেই ডায়মন্ডহারাবারে মোষ চোর সন্দেহে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয় কলেজ ছাত্র কৌশিক পুরকায়স্থকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ। এবার খাস কলকাতায়।
আম চোর সন্দেহে হরিদেবপুরে ছাত্রকে পিটিয়ে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2016 05:39 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -